লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, ৫৭ জনের প্রাণহানির শঙ্কা
ইউরোপে অভিবাসনপ্রত্যাশী আফ্রিকান নাগরিকদের বহনকারী একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে গেছে। এতে প্রায় ৫৭ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মাসেলি বলেন, গত রোববার নৌকাটি উপকূলীয় খুমস শহর থেকে রওনা দেয়। এতে অন্তত ৭৫ আরোহী ছিলেন। এদের অধিকাংশই ছিলেন নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।
মুখপাত্র জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। ১৮ জনকে উদ্ধার করে জেলে ও কোস্টগার্ড বাহিনী উপকূলে ফিরিয়ে নিয়ে আসে।
যে ৫৭ জন ডুবে গেছে, তাদের মধ্যে অন্তত ২০ জন নারী এবং দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র।