মোবাইল ব্রাউজারে সেভ করা যাবে গুগল ইমেজ
গুগল তাদের নতুন একটি ফিচার শুরু করেছে গতকাল থেকে। এখন থেকে গুগলে ছবি সার্চ করার সময় মোবাইল ফোনের ব্রাউজারে দরকারি ছবিগুলো সেভ করে রাখা যাবে। তবে শুধু যুক্তরাষ্ট্রেই এখন পাওয়া যাবে এই সুবিধা। আইওএস বা অ্যানড্রয়েড দুই ভার্সনেই ছবি সেভ করে রাখা যাবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
মোবাইল ব্রাউজারে ছবি সার্চ করার সময় দরকারি ছবিটি সেভ করে রাখতে চাইলে ছবির পাশে থাকা স্টার ট্যাপটিতে ক্লিক করলে ছবিটি ব্রাউজারে সেভ হয়ে থাকবে। একাধিক ছবি সেভ করে রাখতে চাইলে একটি ফোল্ডার করে বিভিন্ন ছবি সেভ করা যাবে।
ছবি সেভ করে রাখার জন্য সার্চবক্সের পাশে পেন্সিলের আইকনে ক্লিক করে এডিট অপশনে গিয়ে ফোল্ডারের নাম লিখলে নির্দিষ্ট ফোল্ডারে ছবিটি সেভ হয়ে যাবে। গুগলের নতুন এই সেবাটি অনেকটাই পিন্টারেস্টের মতো ।
গুগলের সফটওয়্যার ডিজাইনার দিয়েগো আক্কামে নতুন এই ফিচার সম্পর্কে একটি ব্লগপোস্টে লিখেছেন, ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট ছবি খুঁজছেন ব্রাউজারে। সেটা লিখে সার্চ দিন এবং পছন্দের ছবিটির পাশে থাকা স্টার ট্যাপটি ক্লিক করলে ছবিটি ব্রাউজারে সেভ হয়ে যাবে। পরের বার ব্রাউজারে ঢুকলেই ছবিটি পেয়ে যাবেন আবার কষ্ট করে খুঁজতে হবে না।