স্যামসাংয়ের গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন তিন সেট
নতুন বছরে আপডেট হচ্ছে স্যামসাং গ্যালাক্সির নতুন ‘এ’ সিরিজ। মেটাল বডিকে থিম করে ২০১৬-তে এই সিরিজের তিনটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে কোরিয়ান এই টেক জায়ান্ট। হ্যান্ডসেট তিনটির মডেল হচ্ছে যথাক্রমে এ৭, এ৫ এবং এ৩। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ৭ হ্যান্ডসেটটিতে থাকবে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০ পিক্সেল) ডিসপ্লে এবং এটি চলবে অক্টা-কোর প্রসেসরের মাধ্যমে। থাকবে ৩ জিবি র্যাম।
অন্যদিকে ৫.২ ইঞ্চি স্ক্রিনের সাথে গ্যালাক্সি এ৫ এ হ্যান্ডসেটে থাকবে ফুল এইচডি (১০৮০ পিক্সেল) রেজুলেশন। এটিও চলবে অক্টা-কোর ১.৬ গিগাহার্টজ চিপ দিয়ে, কিন্তু র্যাম থাকবে ২ জিবি।
তিনটির শেষ অর্থাৎ গ্যালাক্সি এ৩-এর ৫.২ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে থাকবে এইচডি (৭২০ পিক্সেল) রেজুলেশন এবং চলবে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর দিয়ে। র্যাম থাকবে ১.৫ জিবি।
এবার আসা যাক স্মার্টফোন তিনটির সাদৃশ্যগুলোর কথায়। তিনটি হ্যান্ডসেটই চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ৫.১.১ ললিপপ ভার্সনে এবং ইন্টারনাল স্টোরেজ থাকবে ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ড দিয়ে জায়গা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
স্যামসাং গালাক্সি এ৭, এ৫ এবং এ৩ তিনটি সেটেই এলইডি ফ্ল্যাশের সঙ্গে থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
সেট তিনটি হ্যান্ডসেটের কানেক্টিভিটি ফিচারগুলোও প্রায় অভিন্ন। আছে টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াই-ফাই, মাইক্রো ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.১ এবং এনএফসি। তবে গ্যালাক্সি এ৭ এবং এ৫ হ্যান্ডসেট দুটিতে এলটিই ক্যাটাগরি ৬ চললেও এ৩ তে সেটি ক্যাটাগরি ৪-এ সীমাবদ্ধ থাকবে। স্যামসাং এ৭ ও এ৫-এ আরো থাকবে ‘ফাস্ট-চার্জিং’ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো উন্নত প্রযুক্তি।
এ ছাড়া এ৭, এ৫ এবং এ৩-এ থাকবে যথাক্রমে ৩৩০০ এমএএইচ, ২৯০০ এমএএইচ এবং ২৩০০ এমএএইচ ব্যাটারি।