হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার আসামির প্রার্থিতা বৈধ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম এ তথ্য জানান।
হবিগঞ্জের পাঁচটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তিন মেয়র ও ১৩ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনি ও রোববার দুদিন যাচাই-বাছাই শেষে স্ব স্ব পৌরসভার নির্বাচন কর্মকর্তারা বাতিল হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
মেয়র প্রার্থীদের মধ্যে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন চুনারুঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী চুনারুঘাট পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মীর সাহেব আলী, একই পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এস কে ইফতেখারুল গনি ও হবিগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী আবদুল কাদির।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মাশহুদুল কবির জানান, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মীর সাহেব আলী তাঁর ১০০ ভোটার সমর্থকদের যে তালিকা দাখিল করেছেন, তার মধ্যে একজনের স্বাক্ষর জাল করা হয়েছে। নির্বাচন কার্যালয় খোঁজ নিয়ে জানতে পেরেছে, যে ব্যক্তির সই দেওয়া হয়েছে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। সমর্থকের জাল সই করার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী এস কে ইফতেখারুল গনির ১০০ সমর্থকের জমা দেওয়া তালিকার শেষ পৃষ্ঠায় তিনি নিজে সই করেননি। সমর্থকদের মধ্যে ৯৭ জনের স্বাক্ষর নেওয়া হয়। সমর্থকের শর্ত পূরণ না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ওই রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক, জি কে গউছ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। জি কে গউছ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। কিবরিয়া হত্যা মামলায় এ মুহূর্তে তিনি কারাগারে রয়েছেন।