আইএফআইসি ব্যাংকে এক্সিকিউটিভ নিয়োগ
আইএফআইসি ব্যাংকে ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ ফর অ্যাসেট (হোম লোন) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কিন্তু ফল এখনো অপ্রকাশিত এমন প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
কর্মস্থল ও বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রধানত ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দেওয়া হবে। তবে প্রার্থীদের বাংলাদেশের অন্যান্য স্থানেও নিয়োগ দেওয়া হতে পারে। পদটিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন [email protected] ই-মেইল ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। ৬ জানুয়ারি-২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বিস্তারিত জানতে আইএফআইসি ব্যাংক কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম