নিউজিল্যান্ডে ফাইজারের কোভিড টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ায় নারীর মৃত্যু
ফাইজার-বায়োএনটেকের তৈরি নভেল করোনাভাইরাসের টিকা নেওয়ার পর নিউজিল্যান্ডে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টিকার নিরাপত্তা পর্যবেক্ষণকারী স্বাধীন একটি বোর্ডের মতে, ফাইজারের কোভিড-১৯ টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া মায়াকর্ডাইটিসে (হৃদযন্ত্রের রোগবিশেষ) আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
পর্যবেক্ষক বোর্ড আরও বলেছে, টিকা নেওয়ার পর মায়াকর্ডাইটিসের সঙ্গে সঙ্গে অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়ে থাকতে পারে।