প্যানাসনিকের নতুন স্মার্টফোন ইলুগা মার্ক
প্রযুক্তিপণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিকের টিভি ও ক্যামেরা বেশ জনপ্রিয়। এবার তারা স্মার্টফোনের দিকে ঝুঁকেছে। সম্প্রতি তারা বাজারে ছেড়েছে ইলুগা মার্ক নামে একটি নতুন স্মার্টফোন। ভারতের বাজারে হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ১১ হাজার ৯৯০ রুপি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। প্যানাসনিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একবারে আটটি আলাদা ফিঙ্গারপ্রিন্ট কনফিগার করতে পারবে।
প্যানাসনিক ইলুগা মার্ক হ্যান্ডসেটে রয়েছে ডুয়েল সিম এবং ফোরজি এলটিই কানেক্টিভিটি। এটি চলবে ৫ দশমিক ১ ললিপপ ভার্সনে। এতে রয়েছে ৭২০ x ১২৮০ পিক্সেলের ৫ দশমিক ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে।
হ্যান্ডসেটটি চলবে ১ দশমিক ৫ গিগাহার্টজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর, সঙ্গে থাকছে ২ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে যা বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। আছে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
কানেক্টিভিটির জন্য আরো রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, জিপিআরএস/এজ. থ্রিজি, জিপিএস/এ-জিপিএস, ওটিজি সাপোর্ট, মাইক্রো ইউএসবি এবং ব্লুটুথ। আরো আছে অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, ই-কম্পাস এবং প্রক্সিমিটি সেন্সর। এতে রয়েছে ২৫০০ এমএএইচ-এর ব্যাটারি।
নতুন এই হ্যান্ডসেট সম্পর্কে প্যানাসনিক ইন্ডিয়ার মোবিলিটি ডিভিশনের বিজনেস হেড পংকজ রানা বলেন, ‘স্মার্টফোনের বাজার যেভাবে বাড়ছে, তাতে ক্লাউড স্টোরেজ এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তার গুরুত্বও বাড়ছে। ব্যবহারকারীরা এখন কন্ট্রোল সেনসিটিভ ডিভাইস বেশি পছন্দ করছেন। এ বছর আমরা মোট ১৬টি নতুন ডিভাইস নিয়ে এসেছি ব্যবহারকারীদের জন্য।’