গাজীপুরে ডাকাতদলের ৬ সদস্য আটক
গাজীপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। গতকাল রাতে জিএমপির টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী স্টেশন রোডের বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাজীপুরের জহিরুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), হাসিব (২২), রুবেল হোসেন (৩০), নাজমুল মিয়া (২৩), আশরাফুল ইসলাম (৩২)।
আজ সোমবার র্যাব-১-এর উত্তরা অধিনায়কের কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমদ অধিনায়কের পক্ষে এ তথ্য জানিয়েছেন।
র্যাব-১-এর ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল রোববার রাতে ডাকাতি করার জন্য একদল ডাকাত অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী স্টেশন রোডের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাতদলের ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, একটি চাপাতি, একটি ছোরা, তিনটি চাকু ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, মহানগরীর টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যার পর ভয়ংকর হয়ে উঠে। টঙ্গী এলাকার সাধারণ লোকজন এবং ওই পথে যাতায়াতকারী গাড়ির আরোহীদের এ চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্ন ভাবে ভীতি দেখিয়ে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। এই চক্রের ফাঁদে পড়ে অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, বিষয়টি র্যাবের দৃষ্টিগোচর হলে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারা পরস্পরের যোগসাজশে গাড়ি-রিকশাসহ সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।