ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নিতে চান দুর্জয়
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ঢাকা বিভাগে ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। দুজনেই সমান ১৭টি ভোট পেয়েছেন। ফের বিসিবির পরিচালক হয়ে ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার কথা জানালেন সাবেক ক্রিকেটার দুর্জয়।
নির্বাচনে জয় লাভ করার পর দুর্জয় বলেন, ‘আমরা গতানুগতিক কাজ তো করছি অনেক বছর ধরে। কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার সময়। আমাদের এগিয়ে যেতে হলে আউট অব দ্য বক্স কাজ করতে হবে। অতিরিক্ত অনেক কিছু করতে হবে। এবার আমরা সেটা করব।’
দুর্জয় ও টিটু—দুজনের জয় অবশ্য আগে থেকেই নিশ্চিত ছিল। কারণ, ঢাকা বিভাগ থেকে দুর্জয় ও তানভীর আহমেদের সঙ্গে ভোটের লড়াইয়ে দাঁড়ানো দুই প্রার্থী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ), খালিদ হোসেন (মাদারীপুর) নির্বাচনের আগ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। শুধু নামেমাত্র ব্যালট পেপার ছিল তাঁদের। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বিভাগ থেকে দুই পরিচালক পদে জয়ী হয়েছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর গত ৩ অক্টোবর নির্বাচন থেকে সরে দাঁড়ান খালিদ হোসেন। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়ে তিনি বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি আসন্ন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
খালিদের পর ভোটের আগের রাতে সরে দাঁড়ান কিশোরগঞ্জের প্রতিনিধি আশফাকুল ইসলাম টিটু। তাই নাইমুর ও তানভীরের নির্বাচনে জয়ী হওয়া ছিল সময়ের অপেক্ষা।
এদিকে, বিসিবিতে ২৫ জন পরিচালকের পদ থাকলেও ২৩ পদে নির্বাচন হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হন। এবার মনোনীত হয়েছেন—আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।
২৩ পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এখন ১৬ পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। হেরে গেছেন দুই আলোচিত প্রার্থী খালেদ মাসুদ পাইলট ও নাজমুল আবেদিন ফাহিম।