এবারের নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম : গয়েশ্বর
আসন্ন পৌরসভার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এবারের পৌরসভা নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য ও নিকৃষ্টতম নির্বাচন হবে। ৫ জানুয়ারির নির্বাচনই তার উজ্জ্বল প্রমাণ বহন করে।
আজ শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের ৩১তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণের ভোট প্রয়োগ করেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকারদলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাই ভোট দিয়ে দেন। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় না। জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সে নির্বাচনের ফলাফল কী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।’
গয়েশ্বর চন্দ্র আরো বলেন, ‘কথাগুলো যদি মিথ্যে হয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’
মরহুম আবদুল মোমেন খানের বড় ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাই, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, বিএনপির প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, মিয়া মো. সেলিম, খালেদা ইয়াসমিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনির, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ইরান, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর এলাহী, ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল, গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, পলাশ উপজেলার বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।