‘আইএস’র খোরাসান শাখায় যোগ দিয়েছেন সাবেক আফগান গোয়েন্দা কর্মকর্তারা’
তালেবানের বিরুদ্ধে লড়াই করতে ক্ষমতাচ্যুত আফগান সরকারের অনেক গোয়েন্দা কর্মকর্তা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া’র খোরাসান শাখায় (আইএসআইএস-কে) যোগ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, সাবেক আফগান সরকারের প্রশাসনে নিয়োজিত গোয়েন্দা কর্মকর্তারা আইএসআইএস-কে’র সঙ্গে যুক্ত হয়ে তালেবানকে প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এসব নিরাপত্তা কর্মকর্তার বেশির ভাগই মার্কিন বাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁরা উত্তর আফগানিস্তানে আইএসআইএস-কে’ গোষ্ঠীর সঙ্গে কাজ করছেন।
আফগানিস্তানে ক্ষমতা দখলের পর তালেবানের বিরুদ্ধে কেবল নর্দান রেজিস্ট্যান্স ছিল একমাত্র প্রতিরোধী গ্রুপ। আফগানিস্তানের পানশির প্রদেশে এ গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন আহমেদ মাউসদ এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে খামা প্রেসের প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক আফগান গোয়েন্দারা তাঁদের জীবিকার জন্য এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে আইএসআইএস-কে গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন।