পুতিনের বয়স আসলে কত?
পাশাপাশি তিনটি ছবি। দুটি সাদাকালো, একটি রঙিন। প্রথম দুটিতে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে প্রায় হুবহু মিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
প্রথম ছবির নিচে লেখা ১৯২০, দ্বিতীয়টিতে ১৯৪১ আর তৃতীয়টিতে লেখা আছে ২০১৫। ভিন্ন ভিন্ন সময়ের ছবি তিনটি এরই মধ্যে ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার-এর খবরে বলা হয়, ষড়যন্ত্রতত্ত্বীরা ছবি তিনটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, পুতিনের জন্ম ১৯০০ সালের শুরুর দিকে। তিনি অমরত্বের পথে এগিয়ে যাচ্ছেন।
ভিন্ন মত সংশয়বাদীদের। তাঁদের মতে, প্রায় হুবহু চেহারার মনে হলেও ছবিগুলো পুতিনের নয়।
দাপ্তরিক তথ্য অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের জন্ম ১৯৫২ সালের ৭ অক্টোবর। সে হিসাবে তাঁর বর্তমান বয়স ৬৩ বছর। তাই বাস্তবের সঙ্গে ষড়যন্ত্রতত্ত্বীদের প্রচারণার কোনো সাযুজ্য নেই। এর পরও ছবি তিনটি আগামী কয়েক দিন অনলাইন সরগরম রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।