চুয়াডাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে ম্যারাথন
মহান বিজয় দিবস ২০১৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা ২২ মিনিটে দর্শনা রেলগেটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও হাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
এবারের ম্যারাথনে মোট ৪৫ জন অংশ নেন। দর্শনা রেলগেট থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর পর্যন্ত ২০ কিলোমিটার পথ দৌড়ে এক ঘণ্টা ৯ মিনিটে সদর উপজেলার সরোজগঞ্জ গ্রামের সাইফুল ইসলাম প্রথম হন। এক ঘণ্টা ১২ মিনিটে বোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলাম ইসলাম দ্বিতীয় ও এক ঘণ্টা ২৩ মিনিটে সরোজগঞ্জ গ্রামের হাফিজুর রহমান তৃতীয় স্থান অধিকার করেছেন।
বিজয়ীদের ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।