টাঙ্গাইলে বইছে নির্বাচনী হাওয়া
টাঙ্গাইলে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বেশ জোরেশোরে নিজ নিজ দলের প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে বাসস্ট্যান্ড—সব জায়গাতেই বইছে নির্বাচনী হাওয়া।
উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধানসহ সন্ত্রাস ও মাদক মোকাবিলায় কাজ করার আশ্বাস দিচ্ছেন জেলার আট পৌর এলাকার নেতারা। তবে টাঙ্গাইলবাসী শুধু মুখের বুলিতে বিশ্বাসী নন। নিজেদের পৌর এলাকায় তাঁরা এমন একজনকে নির্বাচিত করতে চান, যিনি সত্যিকার অর্থেই এলাকার উন্নয়নে কাজ করবেন।
টাঙ্গাইলের প্রার্থী আর ভোটারদের কথা দেখুন তামজিদ সুমনের ভিডিও প্রতিবেদনে :