কাদের হার্ট ভালভ সার্জারি জরুরি?
অনেকে হার্টের সমস্যায় ভুগছেন। অনেকের হার্টের ভালভ সার্জারির প্রয়োজন হয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হার্টের ভালভ সার্জারি, এর গুরুত্ব ও কাজ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হার্টের ভালভ সার্জারি, এর গুরুত্ব ও কাজ সম্পর্কে কথা বলেছেন ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মো. লোকমান হোসেন বলেন, হার্ট ভালভ সার্জারি দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে জন্মগত, আরেকটা জন্মের পরে। জন্মগতভাবে যে সমস্ত রোগী মায়ের গর্ভ থেকে জন্মগত ত্রুটি থাকে, যেমন অ্যায়োটিক ভালভের তিনটি পাতা থাকার কথা, তার দেখা যায় দুইটা পাতা জন্ম নিয়েছে। আরেকটা আছে পালমোনারি ভালভ, সেখানেও যদি পাতাগুলো ঠিকমতো ওপেন না হয়, আমরা বলি স্টেনোসিস; বা রক্ত যদি ঘুরে আসে, তাকে বলি আমরা রিগারটিজেশন। এ একটা গ্রুপ হচ্ছে জন্মগত।
আরেকটা আছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে দেখা যায় রিমেটিক ভালভ বা বাতজ্বরজনিত। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, এই আধুনিক যুগে আমাদের ফ্যামিলিতে আমরা আগে পাঁচ ভাইবোন ছিলাম। এখন কিন্তু সবার দুইটা বা একটা বাচ্চার বেশি না। এ জন্য আমি বলি আধুনিক মায়েরা অনেক যত্নশীল। সে ক্ষেত্রে বাতজ্বর অনেক কমে গেছে। এই বাতজ্বর যদি আমরা কখনও পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করতে পারি, তাহলে এই বাতজ্বর আমাদের দেহের মধ্যে কোনও কমপ্লিকেশন তৈরি করতে পারে না।
হার্টের ভালভ সার্জারি, এর গুরুত্ব ও কাজ সম্পর্কে বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।