পাঁচ তরুণ নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী এবং তরুণ নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সিনেমা বিভাগ।
রাজধানীর ধানমণ্ডিতে আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ইনস্টিটিউটের আলমগীর কবির ক্লাসরুমে ছবিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর উপস্থিত দর্শকদের সঙ্গে নির্মাতারা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। পাঠশালার পক্ষ থেকে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
‘১ ঘণ্টায় ৫ সিনেমা এবং ১ ঘণ্টা আড্ডা’ শিরোনামের এই আয়োজনে যে পাঁচ নির্মাতার ছবি দেখানো হবে তাঁরা হলেন মোহাম্মদ ফয়সাল (স্নোর), হাসান আশিক শাওন (ঢাকা ২০১২), মাইনুল শাহিদ (ফেরা), জাবের হাসান (কাফকার না লেখা গল্প) এবং খন্দকার মো. জাকির (নাগরিক)।
ছবিগুলো এর আগে দেশে ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাগরিক’ প্রদর্শিত হয়েছে সিঙ্গাপুরভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্লাটফর্ম ভিডসি, ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ ছাড়া ১৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসবসহ আরো কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের অপেক্ষায় রয়েছে ছবিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘স্নোর’ ছবিটি।
শওকত ওসমানের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেরা’।
‘কাফকার না লেখা গল্প’ স্বল্পদৈর্ঘ্য ছবিটি প্রদর্শিত হয়েছে নতুন চলচ্চিত্র নির্মাতা উৎসব, প্রথম এফ এ টি চলচ্চিত্র উৎসবে।
ছবি প্রদর্শনীর পাশাপাশি ছবিগুলোর নির্মাণ গল্প এবং নির্মাতাদের নির্মাণ প্রতিবন্ধকতা ও সম্ভাবনাগুলো আলোচনা করবেন এ পাঁচ তরুণ নির্মাতা। ছবিগুলো সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পাঠশালা সিনেমা বিভাগের প্রধান ইশতিয়াক জিকো।
ঠিকানা : আলমগীর কবীর ক্লাসরুম, পাঠশালা সিনেমা বিভাগ
বাড়ি ৫৮, সড়ক ১৫/এ, ধানমণ্ডি, ঢাকা ১২০৯
ফোন ০১৭৮০ ৩৭৯ ৩৯৯