কিশোরগঞ্জের ২৪ ইউপিতে এবার নৌকা প্রতীক থাকছে না
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় অনুষ্ঠাতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অষ্টগ্রাম ও মিঠামইনে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষিত হলেও ইটনা ইউনিয়নে ইউপি নির্বাচনের তফসিল এখনও ঘোষিত হয়নি। অষ্টগ্রামে আটটি, মিঠামইনে সাতটি এবং ইটনায় নয়টি ইউনিয়ন রয়েছে।
বিদ্রোহী প্রার্থীদের তৎপরতায় দলে বিশৃঙ্খলা, অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষ এড়াতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। এজন্য গত শনিবার গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রস্তাবটি লিখিতভাবে উপস্থাপন করেন হাওর এলাকার তিন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। ওই সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রেজওয়ান আহাম্মদ তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় উপজেলা মিঠামইন ও অষ্টগ্রাম দু্টি উপজেলার ১৫টি এবং মিঠামইনের সাতটি ইউপির নির্বাচনে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘সমস্যা হলো সব ইউনিয়নেই নৌকা চান এমন প্রার্থী অনেক। আবার দলের প্রতি তাঁদের ভালোবাসা ও ত্যাগ কম নয়। এ অবস্থায় একজনকে নৌকা দিয়ে পরিবেশটি সংকুচিত করতে চাইনি। সে কারণেই নৌকা ছাড়া নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়।’
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, ‘এবারের নির্বাচনে বিএনপি নেই। ফলে সব প্রার্থীর রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ। এ অবস্থায় নৌকা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা সংকুচিত করাটা ঠিক হবে না—এ ভাবনা থেকে নৌকা না বরাদ্দ দেওয়ার বিষয়ে আমরা একমত হই।’
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব বলেন, ‘নির্বাচন ঘিরে দলীয় কোন্দল স্পষ্ট হয়। কোন্দল নতুন করে মাত্রা পায়। প্রতীক না থাকায় অন্তত এ সমস্যা থেকে বের হয়ে আসা যাবে।’