প্রতিক্রিয়া
তারেক-মিশুক নিহতের মামলার রায়ে সন্তুষ্ট স্বজনরা
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ দণ্ডাদেশ দেন। এই আদেশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা।
মঞ্জুলী কাজী
আমরা এ রায়ে সন্তুষ্ট। তবে আশঙ্কা আছে। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। এখানে শুধু চালককে শাস্তি দিলে হবে না; বরং যারা বা যে মালিকরা চালককে অতিরিক্ত সময়ে গাড়ি চালাতে বাধ্য করে, তাদের শাস্তির মধ্যে নিয়ে আসতে হবে।
আসিফ মুনীর
আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। এ আদেশ একটি মাইলস্টোন। এর ফলে ভুক্তভোগী সবাই এখন মামলা করার সুয়োগ পাবেন। তবে বিদ্যামান আইনের দ্রুত সংশোধন করা দরকার বলে আমি মনে করি।
ঢালী আল মামুন
আমি এ রায়ে সন্তুষ্ট। তবে এ ধরনের দুর্ঘটনায় এ ধরনের রায় আমার জানামতে এটা প্রথম। এ রায় কার্যকর হলে এবং অপরাধীর শাস্তি হলে আমার মনে হয় কিছুটা হলে ভুক্তভোগী মানুষ আশাবাদী হতে পারে। সঙ্গে সঙ্গে এটা একটা দৃষ্টান্ত হতে পারে।
প্রসূন রহমান
একটু দেরিতে হলেও রায় হয়েছে। আশা করি, এটা উচ্চ আদালতেও বহাল থাকবে। প্রতিনিয়ত এই দুর্ঘটনা হচ্ছে, কিন্তু প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, আমি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আশা করি।