এনটিভির ১৮ বছরে পদার্পণ উপলক্ষে সৌদি আরবে বিশিষ্টজনদের শুভেচ্ছা বার্তা
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব বসবাসরত বিশিষ্টজনরা। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেসবিভাগের কর্মকর্তা, প্রবাসী নারী নেত্রী, সাংস্কৃতিক সংগঠক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রধানসহ বিশিষ্ট প্রবাসীরা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সাফল্যের ধারাবাহিকতায় তারা সফল এ প্রতিষ্ঠানের সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসী বিশিষ্টজনদের সঙ্গে কথা বলেছেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান।
মরুর বুকে শতভাগ বাংলাদেশিদের ধারায় পরিচালিত বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এনটিভি ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করায় রিয়াদে ঢাকা মেডিকেলের পক্ষ থেকে জনপ্রিয় টেলিভিশন এনটিভিকে শুভেচ্ছা। এনটিভির অনুষ্ঠানগুলো নাটক, ইসলামিক অনুষ্ঠান, সংবাদ ইতোমধ্যে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তার পাশাপাশি সৌদি আরবে এনটিভির প্রচুর দর্শক রয়েছে। আজকের এই দিনে ঢাকা মেডিকেল সেন্টার পরিবারের পক্ষ থেকে এনটিভিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
এনটিভি সাংস্কৃতিক ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাংস্কৃতিক সংগঠক এলমিছ ফাতেমা চৌধুরী এ্যাপোলো বলেন, ‘বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রিয় এনটিভির ১৮তম বর্ষে পদার্পণকে স্বাগত জানাই। এনটিভির বর্ষপূর্তিতে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী শুভেচ্ছা বাণী দিয়ে উৎসাহিত করেছেন। এই জন্য উনাদের প্রতি আন্তরিক অভিনন্দন। রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন এনটিভির প্রবাস বিনোদন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে। করোনাভাইরাসের সংকট কেটে গেলে ইনশা আল্লাহ আমরা পুনরায় প্রবাস বিনোদন চালু করব। দেশ কিংবা প্রবাস সব জায়গায় এনটিভির জনপ্রিয়তা এনটিভিকে শীর্ষ চ্যানেলে পরিণত করেছে। আমরা সব সময় এনটিভির পাশে ছিলাম এবং থাকব ইনশা আল্লাহ।’
এনটিভি সাংস্কৃতিক ফোরামের প্রথম সহসভাপতি ও নারীনেত্রী রিনা কিরন বলেন, ‘দেখতে দেখতে প্রাণের দর্শক নন্দিত টেলিভিশন প্রিয় এনটিভি ১৭তম বর্ষ শেষে ১৮তম বর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশের গণমাধ্যম জগতের এটাই বড় প্রাপ্তি। আজকের এই দিনে আমি সৌদি আরবের সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী স্যারসহ এনটিভির সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এনটিভির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমরা আছি এনটিভির সাথে।’