কুয়েতে ৯২ বাংলাদেশি করোনায় আক্রান্ত, ৫ জনের মৃত্যু
কুয়েতে গতকাল বুধবার আরো ৩০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৪০ জনে। আর চিকিৎসাধীন দুই হাজার ৩২৭ জন। সুস্থ হয়েছে এক হাজার ৩৮৯ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে ৬৬ জন। তাদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।
কুয়েতে গত ২৪ ঘণ্টায় ৫৭ বছর বয়সী একজন ফিলিপিনো প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুয়েতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪ জনে। এর মধ্যে আটজন ভারতীয়, দুজন ইরানি, পাঁচজন বাংলাদেশি, একজন সোমালি, একজন মিশরীয়, একজন ফিলিপিনো এবং ছয়জন স্থানীয়।
কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ভারতীয় প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। এক হাজার ৭৬৮ ভারতীয় আক্রান্ত হয়েছে, স্থানীয় ৬৪৬ জন আর মিসরীয় ৩৯৮ জন। আক্রান্তের সংখ্যা দিক দিয়ে বাংলাদেশ চতুর্থ। দেশটিতে করোনায় আক্রান্তের মধ্যে ৩৮২ জন বাংলাদেশি। মৃত্যু হয়েছে পাঁচ বাংলাদেশির।