খাদ্যসংকটে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা করল জেদ্দা কনস্যুলেট
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় সৌদি আরবের জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যে সব প্রবাসী বাংলাদেশি চরম খাদ্যসংকটে পড়েছেন তাদের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আজ সোমবার কনস্যুলেট থেকে এসব তথ্য জানানো হয়। প্রবাসী বাংলাদেশিরা এ ব্যাপারে সহযোগিতা পেতে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।
১. আপনার পাসপোর্ট কপি ও ইকামার কপি এবং টেলিফোন নম্বর দিয়ে কনস্যুলেট বরাবর সাহায্য চেয়ে আবেদন ই-মেইল করুন ; [email protected]
অথবা
২. হটলাইন নম্বর 8002440051-এ (রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কল করে আপনার পাসপোর্ট নম্বর, ইকামা নম্বর এবং টেলিফোন নম্বর দিয়ে সাহায্যের জন্য বলুন।
অথবা
৩. কনস্যুলেটের অফিশিয়াল টেলিফোন নম্বর 012-6878465, 012-6894712 ও 012-6817149-এ (রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কল করে আপনার পাসপোর্ট নম্বর, ইকামা নম্বর এবং টেলিফোন নম্বর দিয়ে সাহায্যের আবেদন জানান।
অথবা
৪. মোবাইল নম্বর 055 3451 289 এর WhatsApp-এ আপনার পাসপোর্ট ও ইকামার ছবি তুলে মেসেজ করুন (এই মোবাইল নম্বরে কোনো কল গ্রহণ করা হবে না)।