মক্কায় বাংলাদেশির আত্মহত্যা
সৌদি আরবের মক্কায় গলায় ফাঁস দিয়ে সুয়েব আহমদ শিপন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশির আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় মক্কার খালেদিয়ার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সুয়েব হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকার মোহাম্মদ কমর উদ্দিনের ছেলে।
সুয়েবের বড় ভাই মক্কাপ্রবাসী ফয়ছল আহমদ আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুয়েবসহ আমরা আরও তিন ভাই সৌদি আরবে থাকি। সুয়েব কী কারণে আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না।
তবে ভাইদের ধারণা, সুয়েব পারিবারিক কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৬ বছর ধরে সুয়েব সৌদি আরবে থাকেন।
সুয়েবের মরদেহ মক্কা নগরীর একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে নিজ এলাকা ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।