মক্কায় গাড়িচাপায় মৃত্যু, বাড়ি ফেরা হলো না ইমরানের
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গাড়িচাপায় শাহ মো. ইমরান (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইমরান কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামের মৃত শাহ মোহাম্মদ ছিতু মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার স্থানীয় সময় সকালে মক্কা নগরীর খালেদিয়া এলাকায় কাজ করার সময় দ্রুতগতির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
সংসারে সচ্ছলতার আশায় চার বছর আগে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ মাকে রেখে সৌদি আরবে আসেন শাহ মোহাম্মদ ইমরান। মক্কা নগরীতে তিনি একটি প্রতিষ্ঠানের হয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।
এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শী প্রবাসী সেলিম আহমেদ জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সড়ক পরিচ্ছন্নতার কাজে যোগদানের পর পরই পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে তাঁর সহকর্মী প্রবাসী বাংলাদেশি এখলাছ উদ্দিন মোবাইল ফোনে নিহতের স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় ইমরানের মৃত্যুর খবর জানালে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
ইমরান অনেক দিন ধরে দেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে আর দেশে যাওয়া হলো না তাঁর। এবার একেবার না ফেরার দেশে চলে গেলেন তিনি।
নিহত শাহ মোহাম্মদ ইমরানের মৃতদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তাঁর পরিবার।