রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত
সৌদি আরবের রিয়াদের সিফা সানাইয়া এলাকায় আরওয়ান কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার মধ্যরাতে সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নানা আনন্দ আয়োজনে এ মিলন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ সমুচি জেনারেল হাসপাতালে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ইমাম হোসেন। পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী স্বপন আহমেদ। মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, সৌদি আরবে এনটিভির প্রতিনিধি ফারুক আহমেদ চান।
স্বাগত বক্তব্য দেন প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবী সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন নাসিমা বেগম, ডা. ইমরান হোসেন, নতুন সময় টিভির প্রতিনিধি সাংবাদিক রোস্তম খান, রাইসা ইসলাম, আছিয়া বেগমসহ সৌদি আরবে কর্মরত প্রবাসী মিসরি, পাকিস্তানি ও ফিলিপাইনি তরুণ-তরুণীরা।
বিশাল আকারের দুটি কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা নেচে গেয়ে সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান মাতিয়ে রাখেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার ও অন্য দেশের নাগরিকরা আনন্দে মেতে ওঠে। গভীর রাত পর্যন্ত বিশাল এ আনন্দ আয়োজন চলে।
অনুষ্ঠানের আয়োজক স্বপন আহমেদ ও সাইফুল ইসলাম জানান, আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।