রিয়াদে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সৌদি আরবের রিয়াদের এক্সিট ১৮ নম্বরে গত শুক্রবার মধ্যরাতে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ আনন্দঘন এ আয়োজন করে।
প্রতিষ্ঠানটির ইংরেজি শাখার সংগীত বিষয়ের শিক্ষক জামশেদ রানা উদ্বোধনী বক্তব্য দিয়ে উৎসবের সূচনা করেন।
উৎসবে বাহারি রকমের পিঠার পসরা নিয়ে হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। পিঠা খেয়ে সেরা তিন প্রতিযোগী নির্বাচিত করেন বিচারকরা।
বিচারকমণ্ডলী ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ইংরেজি শাখার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ডা. কামরুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, রাজনীতিবিদ ও সমাজসেবী গাজী সাঈদ এবং বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার কমিউনিটি সেন্টারের পরিচালক তালুকদার হারুনুর রশিদ।
সহযোগিতায় ছিলেন ফয়সাল সিসি টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফয়সাল, ব্যবসায়ী ও অতোলটি ট্রাভেলসের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
রাজনীতিবিদ ও ব্যবসায়ী ফারুক হোসেনের সঞ্চালনায় এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক আড্ডায় প্রবাসী নারীনেত্রী এ্যানী, সুবর্ণা, আলপনা, শাহীনুর, ফারজানা, মারিজসহ বিপুল প্রবাসী বাংলাদেশি পরিবার ও পেশাজীবী নেত্রী অংশগ্রহণ করে।
শিক্ষক জামশেদ রানা, শিশুশিল্পী ফাদিলা, ওয়াফা ও রোজানা সংগীত পরিবেশন করে পুরো আনন্দ আড্ডা মাতিয়ে রাখে।
উৎসবে বিভিন্ন ধরনের আনন্দ প্রতিযোগিতা ছিল নারী-পুরুষের জন্য। সব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তাদের নানা রকম সুস্বাদু পিঠা ও নৈশভোজে আপ্যায়ন করা হয়।