সৌদি পূর্বাঞ্চল বিএনপির শোকসভা ও দোয়া
রিয়াদে আল-মানহাল কমিউনিটি সেন্টারে বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চানের মা চানবানু মালেক, সৌদি আরব যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের মা মোছা. খাইরুনেছা, প্রবাসী নোয়াখালী জেলার সিনিয়র সহ-সভাপতি আলী আহসান মো. কিরণের মা মোছা. সামসুন্নাহার বেগমের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সঞ্চালনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল হাকিম।
সভায় ‘মা’কে নিয়ে হামদ ও নাতে রসূল পরিবেশন করেন শিল্পী আরিফুর রহমান ও শিল্পী নাশরা কিরণ। মায়ের প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন মা হরানো সন্তানরা।
বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোফরান, আল-কাছিম বাংলা স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সারওয়ার কবিরসহ আরো অনেকে।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কারি রুস্তম খান।
এ সময় বক্তারা মরহুমাদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।