দেশে ফিরছেন মরুভূমিতে ফেলে যাওয়া মোতালেব
আজ থেকে প্রায় ৩৫ বছর আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাহউলাচো গ্রাম থেকে জীবিকার তাগিদে সৌদি আরব এসেছিলেন আবদুল মোতালেব মজুমদার। এই দীর্ঘ সময়ে তিনি পরিশ্রম করেছেন, উপার্জন করেছেন পর্যাপ্ত অর্থ।
সেই অর্থ দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছেন আবদুল মোতালেব। ভাইদের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় করেছেন। সুযোগমতো এক ভাইকে সৌদি আরবে নিয়ে আসেন তিনি।
সব কিছু ভালোই চলছিল। এর মধ্যে গত রমজান মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল মোতালেব মজুমদার। আর এতে হারান শরীরের চলার শক্তি। কিন্তু চিকিৎসার বদলে তাঁর ভাগ্যে জোটে বঞ্চনা। যেই ভাইকে নিজের কাছে বিদেশে নিয়ে এসেছিলেন, সেই ভাই তাঁর চিকিৎসা না করিয়ে ফেলে আসেন ধু ধু মরুভূমিতে।
পরে ওই স্থান দিয়ে যাওয়ার সময় এক পাকিস্তানি চালক আবদুল মোতালেবকে দেখতে পান। তিনিই তাঁকে উদ্ধার করে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নিয়ে যান। দূতাবাসই তাঁর চিকিৎসার ব্যবস্থা করে।
এখন দূতাবাসের পক্ষ থেকেই আবদুল মোতালেবকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসিহ অসুস্থ মোতালেবের হাতে দেশে ফেরার বিমান টিকেটসহ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান মো. ফরিদ উদ্দিন, শ্রম কাউন্সিলর সারোয়ার আলম, দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব মো. ফখরুল ইসলামসহ দূতাবাসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।