হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সৌদি আরব হজ মিশনের হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সৌদি আরবের মক্কায় হজ করতে গিয়ে ফরিদ উদ্দিন (৬১) নামের ওই বাংলাদেশি মারা গেছেন। তিনি বরিশাল জেলার মুলাদী থানার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর বিএম ০৯৫৩৫৫৫।
ফরিদ উদ্দিনের মরদেহ বর্তমানে মক্কার স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই খন্দকার এ আর ইউসুফ (৭৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
হজ কাউন্সিলের সর্বশেষ তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত ৩১ হাজার ৬৮৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৩৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৩৫১ জন সৌদি আরব গেছেন।