মক্কায় হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজ পালন করতে এসে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সৌদি আরবের মক্কা হজ অফিসের বুলেটিনের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার মক্কা মোকাররমায় বাংলাদেশের নাটোর জেলার মো. জাহাঙ্গীর কামালের (৬৬) মৃত্যু হয়। তাঁর পাসপোর্ট নম্বর- বি কে ০৩৯৩৬৩৯।
হজ কাউন্সিলের সর্বশেষ তথ্যমতে, শনিবার পর্যন্ত ৩৯ হাজার ২৪৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর হজ করতে আসা বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত চারজন সৌদি আরবের মক্কায় মারা গেছেন।