সৌদি প্রবাসীদের মাতালো এনটিভি সাংস্কৃতিক ফোরাম
প্রবাসে বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছে এনটিভি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিনোদনের জন্য ‘প্রবাস বিনোদন পর্ব ১’ আয়োজন করেছে এনটিভি সাংস্কৃতিক ফোরাম।
গত শুক্রবার রাত ৯টায় রিয়াদের এক্সিট ১৮ আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি শিল্পী খোরশিদা সুলতানা কাঁকন। উপস্থাপনা করেন আব্দুল ওয়াহিদ খান বকুল। অনুষ্ঠানে সার্বিক কারিগরী সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান প্রধান মোহাম্মাদ মঞ্জুর আল ইসলাম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। তিনি অংশগ্রহণকারী শিল্পী, দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফোরামের পক্ষ থেকে সিআরবি বাংলাদেশি পলিক্লিনিকের ব্যবস্থাপক বেলাল হোসেন বাহার, ব্যবসায়ী শেখ আশরার আহমেদ, ব্যবসায়ী কারি আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদ হোসেন, জসীম উদ্দিনসহ প্রবাসী বিশিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ও ভালো উদ্যোগ। এনটিভির সৌদি আরব প্রতিনিধির তত্ত্বাবধানে প্রতি মাসে রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের ব্যানারে নিয়মিত প্রবাস বিনোদন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে খুরশিদা সুলতানা কাঁকন, মামিতা ইসলাম, আনোয়ার, উজ্জ্বল, আপন, মাহীন, সুমাইয়া ও মোহাম্মাদ মঞ্জুর আল ইসলামসহ অন্য শিল্পীরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সামাজিক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম খোকন, জয়নাল আবেদীন বাকের, মাই টিভির সৌদি আরব ব্যুরো প্রধান আবদুল হালিম নিহন, প্রবাস বাংলা ফুটবল ক্লাবের পরিচালক ফকির আল আমিন, আমীর আব্বাস জসীম, ছাত্রনেতা লিটন মহাজন, যুবনেতা মোজাফফর, মনসুর আহমেদ, রিয়াদের ব্যবসায়ী মাইনুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট মো. আলী, মাহফুজ পাটওয়ারি, মাসুদ পারভেজ, জ্যাব নেতা মাসুদ রানা, সিলেটের কৃতী সন্তান মামুনুর রশীদ, মাসুম বিল্লাহ ও এখলাসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি উপভোগ করেন সৌদি আরবের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।