হজ করতে গিয়ে আরো ৫ বাংলাদেশির মৃত্যু
এ বছর হজ করতে এসে সৌদি আরবের মক্কা নগরীতে আরো পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন- বাগেরহাট জেলার মো. সিরাজুল ইসলাম (৬৯), কুমিল্লা জেলার মো. সিদ্দিকুর রহমান (৭৮), বগুড়া জেলার মো. সামসুল ইসলাম (৬৩), কুড়িগ্রাম জেলার আয়েশা বেগম (৭৮) ও নওগাঁ জেলার মো. ওসমান গনি প্রমাণিক (৮১)।
সৌদি আরবের মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাতে বাগেরহাট জেলার মোল্লার হাটের মো. সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা নগরীকে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর- বিকে ০৩৪৫৯৯৯। পিলগ্রিম আইডি- ১২৫৫১৪২।
স্থানীয় সময় রোববার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট গ্রামের মো. সিদ্দিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কায় মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর- এএফ ৪৬০৪৬৭২। পিলগ্রিম আইডি- ০৮০৩১৫৮।
স্থানীয় সময় শনিবার বগুড়া জেলার সদর উপজেলার নন্দী গ্রামের মো. সামসুল ইসলাম মক্কা নগরীতে অসুস্থ হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর- বিএম ০৮০২০৬৪। পিলগ্রিম আইডি- ০৯০৭১৪৮।
স্থানীয় সময় শনিবার কুড়িগ্রাম জেলার রাজারহাট সদরের আয়েশা বেগম মক্কা আল মুকারমায় অসুস্থ হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর- বিএম ০৮১৭৫৩৯, পিলগ্রিম আইডি- ৮০৬৯৬০৬।
স্থানীয় সময় শুক্রবার রাতে নাওগাঁ জেলার মানডা উপজেলার নুরুললাবাদ গ্রামের মো. ওসমান গনি প্রমাণিক মক্কায় অসুস্থ হয়ে মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর- বিএম ০৭১৫০৯৬। পিলগ্রিম আইডি- ০০৭২১০০।
সৌদি আরবে এবার হজ করতে এসে এ পর্যন্ত ৩৩ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী দুজন।
মক্কা বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত এক লাখ ২৪ হাজার ২৩৭ জন হজযাত্রী এবার সৌদি আরব পৌঁছেছেন।