স্পেনে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ম্যাচ
ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় সিরিজ জয়ের আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছে প্রবাসেও। ফুটবলের দেশখ্যাত স্পেনের বাংলাদেশি প্রবাসীরাও ঈদের ছুটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে মেতে ওঠেন এক প্রীতি ক্রিকেট ম্যাচের আনন্দ উৎসবে। ১৯ জুলাই মাদ্রিদের একটি মাঠে প্রবাসীদের উদ্যোগে নরসিংদী একাদশ বনাম ব্রাহ্মণবাড়িয়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪৪ রানে ব্রাহ্মণবাড়িয়া একাদশ জয় লাভ করে।
ব্রাহ্মণবাড়িয়া একাদশের স্কোর ছিল ১৯১ রান। নরসিংদী একাদশ ১৪৪ রানে অলআউট হয়। খেলার আয়োজক আবু বক্কর বলেন, দেশের আনন্দে শামিল হতে পরবাসের ব্যস্ততার মাঝে ক্রিকেট উপভোগ করতে পেরে অনেক ভালো লেগেছে সবার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, কাজী আলমগীর, নাহিদ প্রমুখ। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ক্রিকেটপ্রেমী বিপুলসংখ্যক দর্শক ও বিদেশি এই প্রীতি ম্যাচ দেখে মুগ্ধ হন।