জেদ্দায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির অভিষেক
সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতির অভিষেক হয়েছে। জেদ্দায় শুক্রবার একটি অভিজাত রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাসান মোরশেদ মোরাদ। এরপর স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অতিথিরা আসন গ্রহণ করলে তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আমানে আলম আমান ও সদস্য সচিব মঈন চৌধুরী যৌথভাবে সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী লিয়াকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব, লেবার কাউন্সিলর আলতাফ হোসেন।
প্রধান অতিথি কনসাল জেনারেল বলেন, ‘প্রবাসের মাটিতে বৃহত্তর চট্টগ্রাম সমিতি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে চমক সৃষ্টি করেছে। চট্টগ্রামের মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি একটি আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন। আমরা সংগঠনের মাধ্যমে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে আছি, থাকব আজীবন। কনসাল জেনারেল আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃহত্তর চট্টগ্রামকে সম্মানিত করেছেন।’
বক্তব্য দেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য খ ম জসিম, ফারুক আহমেদ, মার্শাল কবির পান্নু, দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার কার্যনির্বাহী কমিটির সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়।