টাইগারদের উৎসাহ দিতে মাঠে প্রবাসীরা
চলছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। আজ ক্যানবেরায় সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। শুরুতেই বাজিমাত। টসে জিতেছে বাংলাদেশ। তারপর টাইগাররা ২৬৮ রানের টার্গেট দেয় আফগানিস্থান দলকে।
বাংলাদেশ এমন ফাইটিং স্কোর সংগ্রহ করায় বেশ খুশি মাঠে বসে থাকা বাংলাদেশিরা। ক্যানবেরার মাঠে প্রবাসীদের উপস্থিতি ছিল দেখার মতোই। বাংলাদেশের জার্সি পরে তারা প্রতিমুহূর্তে ক্রিকেটারদের উৎসাহ দিয়ে গেছেন সকাল থেকে। সংবাদ উপস্থাপিকা তানিশা ফেরদৌস এখন তাঁর বর জুবায়ের আহমেদের সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস করছেন। মাঠে তাঁরা দুজনেই খেলা দেখতে এসেছেন বাংলাদেশের জার্সি পরে।
ফেসবুকে তানিশা সেলফি পোস্ট করে লিখেন ‘জিতব, জিতব রে’।
ফেসবুকে তানিশা এনটিভি অনলাইকে বলেন, ‘আমরা সব বন্ধুবান্ধব মিলে খেলা দেখতে এসেছি। আমাদের অনেক ভালো লাগছে। আমার মনেই হচ্ছে না আমি দেশে নেই। আমরা আজ জিতবোই।’
তানিশা ফেরদৌস বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধি হয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি বাংলাদেশে থাকার সময় বেশ কিছুদিন টেলিভিশনে সংবাদ পাঠ করেছেন।