অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার সিডনির বেলমুর ইয়ুথ ক্লাবে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাছান এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ লুৎফুর কবির।
অস্ট্রেলিয়া বিএনপির প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ বলেন, আজ শহীদ রাষ্ট্রপতির স্ত্রী (খালেদা জিয়া), যিনি সফল প্রাক্তন প্রধানমন্ত্রী, তাঁকে জেলে আটকে রাখা হয়েছে। তাঁর ইফতারির জন্য বরাদ্দ মাত্র ৩৯.৫ টাকা। এটা অমানবিক। জর্জ আরো বলেন, গত কয়েক সপ্তাহে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে।
সিনিয়র সহসভাপতি ড. আবদুল ওয়াহাব বলেন, দেশে আজ কোনো গণতন্ত্র নেই। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অস্ট্রেলিয়া বিএনপির মোহাম্মদ রেজাউল হক, রাশেদুল হক, প্রাক্তন সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক শফিক, সিনিয়র নেতা মোবারক হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, অস্ট্রেলিয়া বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক মুনা মুসতাফা।