মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সম্প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ২৩ ফেব্রুয়ারি শনিবার মেলবোর্নে প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে ছুটে আসেন এনকোর ইভেন্ট সেন্টারে। শতাধিক পরিবার তাদের এই প্রজন্মের সন্তানদের নিয়ে হাজির হন ভাষাশহীদের সম্মান ও শ্রদ্ধা জানাতে।
মেলবোর্নে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলা স্কুলের শিক্ষক সায়েদা সায়েরা।
এবারের আয়োজন ছিল গত বছরগুলোর থেকে ভিন্ন, প্রায় অর্ধশত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মনোমুগ্ধকর নৃত্যনাট্য পরিবেশন করেন। আয়োজক সংগঠনের পক্ষে শিক্ষক সায়েরা জানান, রিজিওন বাংলা স্কুলের শিক্ষার্থীরা এবারের অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে।
তিনি আশা প্রকাশ করেন, ‘আগামীতে আরো বেশি প্রবাসী বাংলাদেশি আমাদের এই প্রয়াসে শামিল হবেন। ভাষার গান, চিত্রাঙ্কন এবং বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।