সিডনির লাকেম্বা শহরে স্বাধীনতা উৎসব ৯ মার্চ
অস্ট্রেলিয়ার সিডনিতে জিয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবস মেলা।
আগামী ৯ মার্চ লাকেম্বা শহরের পেরি পার্কে স্বাধীনতা দিবস উদযাপন করতে আয়োজন করা হবে উন্মুক্ত মেলার। আর এই উন্মুক্ত মেলায় বাংলাদেশ থেকে অংশ নিয়ে গান গাইবেন শিল্পী পথিক নবী।
সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে এবারের স্বাধীনতা দিবস উৎসবে কয়েক হাজার প্রবাসী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠন জিয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা আবুল হাসান।
এই উৎসবকে কেন্দ্র করে সিডনির বিভিন্ন শহরে লাগানো হয়েছে পোস্টার ও ব্যানার।
জিয়া কাউন্সিলের প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের শিল্পীরও ভিসা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের মন্ত্রী ও এমপি ছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির নেতারা উপস্থিত থাকবেন। আমরা বাংলাদেশের ইতিহাসকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চাই।’
সিডনি প্রবাসী সব বাংলাদেশিকে এই স্বাধীনতা উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানান মনিরুল হক জর্জ। এবারের মেলার মিডিয়া পার্টনার এনটিভি অস্ট্রেলিয়া।