সৌদি থেকে দেশে ফিরলেন আরো ৭০ বাংলাদেশি
সৌদি আরব সরকারের ধরপাকড়ের কারণে বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এ ধরপাকড়ের শিকার হয়ে দেশে ফিরতে হয়েছে আরো ৭০ বাংলাদেশিকে।
রোববার দিবাগত রাতে সৌদি এয়ারলাইনসের (এসভি ৮০৪) একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।
তাঁদের মধ্যে ফেরত আসা কুমিল্লার আবুল হোসেন, আলমগীর হোসেন, নওগাঁর রাইসুল ইসলাম, হবিগঞ্জের তরিত মিয়া, নাটোরের রিদয় হোসেন, নারায়ণগঞ্জের মো. জসীম, ব্রাহ্মণবাড়িয়ার আজিজুর, জামালপুরের আব্দুল খালেকসহ অনেকের অভিযোগ আকামার মেয়াদ থাকা সত্ত্বেও মিথ্যা অভিযোগে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
দেশে ফেরা কর্মীরা অভিযোগ করেন, তাঁরা সৌদি আরবে বৈধভাবে ছিলেন। আকামার মেয়াদ থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাঁদের ধরে দেশে পাঠিয়ে দিয়েছেন।
তাঁরা বলেন, কর্মস্থলে যাওয়ার পথে, মসজিদে নামাজ পড়াতে যাওয়ার সময়, কর্মস্থলে কর্মরত থাকা অবস্থায় ও বাজার করতে বের হলে রাস্তা থেকে ধরে বাংলাদেশিদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে সৌদি সরকার। আকামা দেখানোর পরও কোনো প্রতিকার পাচ্ছে না তাঁরা। নিয়োগকর্তা বা কফিল কোনো দায় দায়িত্ব নিচ্ছে না বলেও অভিযোগ করেন দেশে ফেরা কর্মীরা।
তথ্যানুযায়ী, চলতি বছরের ৯ মাসে সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রাভেল পাস নিয়ে ৩৬ হাজার ৭৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে শুধুমাত্র সৌদি আরব থেকেই ১৬ হাজার বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন।
দেশে ফেরা কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার ও পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৬ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।