সৌদি আরবে আরাফাত রহমান স্মরণে দোয়া মাহফিল
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সম্প্রতি জেদ্দার নিউ গুলাইল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সৌদি আরবের কেন্দ্রীয় কমিটি।
আরাফাত রহমান স্মৃতি সংসদ সৌদি আরবের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মঈন উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক ও আরাফাত রহমান কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা আহমেদ আলী মুকিব।
প্রধান বক্তা হিসেবে ছিলেন সৌদি আরব বিএনপি (পঃ) সদস্য সচিব নজরুল ইসলাম। বিশেষ অতিথিরা হলেন শহিদুল্লাহ ভুঁইয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি ও সৌদি আরব বিএনপি (পূঃ) রিয়াদের সহসভাপতি ইসমাইল ইমন, সহসভাপতি সৌদি আরব কেন্দ্রীয় যুবদল (পঃ), সহসভাপতি জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্ব চট্টগ্রাম) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি, বিএনপি (পঃ) আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার হেলাল, কেফায়েত উল্লাহ কিসমত, আহমদ আলী, গিয়াস উদ্দীন, আজিজুর রহমান বাবলু, সৌদি আরব যুবদল (পঃ) সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, জেদ্দা মহানগর যুবদল সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক মফিজুল আলম, কর্মজীবী দল সৌদি আরব (পঃ) সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তরুণ প্রজন্ম দল যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান।
সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে আরাফাত রহমান কোকোসহ সড়ক দুর্ঘটনায় নিহত দাম্মাম জুবাইল বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন ও আলী আজগরের আত্মার মাফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও আল জুবাইল বিএনপি সভাপতি এস কে মান্নান ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন ননাইয়ের সুস্থতা কামনা করা হয়।