কুয়েতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
কুয়েতে মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২১ মার্চ সকালে স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীরা অংশ নেয়। মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শহিদ ইসলাম পাপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল লতিফ খান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ সময় কেক কাটাসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।