কুয়েতে মহান স্বাধীনতা দিবসে দূতাবাসে আলোচনা
কুয়েতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ শনিবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, বাণী পাঠ, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে দিনটি পালন করা হয়। দূতাবাসের প্রথম সচিব আনিসুজ্জামানের সঞ্চালনায় চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
বাণী পাঠ করেন ডিফেন্স এ্যাটচি ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, কাউন্সিলর আবদুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ্জামান, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী প্রমুখ।
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠনের নেতারা আলোচনা করেন।
এ সময় বঙ্গবন্ধুসহ সব শহীদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বাংলাভিশন টেলিভিশনের বার্তা প্রধান শেখ মোস্তফা ফিরোজ এবং কুয়েতপ্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।