বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের প্রযুক্তি কাজে লাগাতে চায় সরকার
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের প্রযুক্তি কাজে লাগাতে চায় বাংলাদেশ সরকার। জাপানের প্রযুক্তিগত বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়াস্ট ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শনে এসে এমন কথাই জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রী বলেন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দিক দিয়ে জাপান বিশ্বের সেরা দেশগুলোর অন্যতম। আমাদের বর্জ্য ব্যবস্থাপনায়ও জাপান সহায়তা দিয়ে আসছে। ঢাকা মহানগরীসহ অন্যান্য শহরগুলোতেও সুষ্ঠু বর্জ্যব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে দুষণমুক্ত করা খুবই জরুরি। এ বিষয়ে জাপানের অভিজ্ঞতা আমাদের অনেক উপকারে আসবে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দুই মেয়র আনিসুল হক ও সাইদ খোকন এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভিসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল ১৯ এপ্রিল জাপান সফরে আসেন। ২০ এপ্রিল এ প্রতিনিধিদল জাইকার সঙ্গে বৈঠক করে ওয়াস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করে।
গত বুধবার রাতে প্রতিনিধিদলকে জাপানে বসবাসরত বাংলাদেশিরা সংবর্ধনা দেয়। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাজুদ্দিন মাহমুদ রবি, মাজহারুল ইসলাম মাসুম, ড. গোলাম কবির, রফিক উদ্দিন ফারাজি, আমিন রনি, মাসুদ আহম্মেদ মীর জাফরুল হাসান, লাইজু রহমান, নুরুন্নবী কিরণ, মামুনুর রশিদ, লুৎফর রহমান সরকার শিপার। বাংলাদেশের কমিউনিটি নেতারা প্রতিনিধিদলের সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাপান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। সবচেয়ে বড় দাতা দেশ হচ্ছে জাপান। বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্জ্য ব্যবস্থাপনায় জাপান এরই মধ্যে বাংলাদেশকে কারিগরি সহায়তাসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।
প্রবাসীদের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চাকা সচল রাখছেন আপনারা। আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দেশে পাঠাচ্ছেন। এটাই সরকারের বড় শক্তি। দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজ নিজ জায়গায় থেকে কাজ করে যাওয়ার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।