মালয়েশিয়ার আল মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী সম্মেলন
মালয়েশিয়ার শাহ আলমে অবস্থিত আল মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান জিসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির সভাপতি নির্বাচিত হন।
সম্মেলনে আল মদিনা ইউনিভার্সিটি ডেপুটি সিইও অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স ওয়ান সুলাইমান বিন ওয়ান ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় প্রতিনিয়ত কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তাই আল মদিনার কমিউনিটির মাধ্যমে একে অপরের সহযোগিতায় ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। এই কমিউনিটির জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটির নবনির্বাচিত সভাপতি মাহমুদুর রহমান জিসান সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে নিজের সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগদান এবং বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে তোলাই স্টুডেন্ট কমিউনিটির উদ্দেশ্য।
অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন ডিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইউসুফ আবু বাকের এল ইবারি, ডিন অব অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন ডিকুরে আব্দুউ সামাদ, বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির অ্যাডভাইজর শেখ আহম্মদ ফাহাদ ও বাংলাদেশি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের এইচ এম জসিম উদ্দিন চাঁদ, স্টুডেন্ট রিপ্রেজেনটিভ কাউন্সিলের সব সদস্য, সাংবাদিকসহ দেশি-বিদেশি অতিথিরা।