মালয়েশিয়ার মাহ্সা ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মেলন
মালয়েশিয়ার সেলানগড় রাজ্যের মাহসা ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত সম্মেলনে মাহ্সা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শরিফুল ইসলামকে সভাপতি ও মেডিসিন বিভাগের এনায়েত অর্ককে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির ঘোষণা করেন মাহ্সা ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আবুল বাসার। কমিটির অন্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী আফরোজা খানম, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের শিক্ষার্থী শামা পাল, কোষাধ্যক্ষ ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাইফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য ডিপ্লোমা ইন বিজনেস বিভাগের এনামুল, প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাকিব, মেডিসিন বিভাগের শিক্ষার্থী রিফাত।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল বাসার বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা অব্যাহতভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছেন। ভালো রেজাল্ট করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের দেশের ভাষা, সংস্কৃতি বিদেশিদের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে। পৃথিবীতে আর কোনো জাতি নেই, যারা ভাষার জন্য রাজপথে তাজা রক্ত ঢেলে দিতে পারে। একমাত্র বাংলাদেশি জাতিই এটি পেরেছে।’ মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে নিজের সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে মাহ্সা ইউনিভার্সিটির সুনাম রক্ষা, ভালো রেজাল্ট করা, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশিদের কাছে উজ্জ্বল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব মেডিসিন শিক্ষক এহতেশামুল হক, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, ডিরেক্টর মাহ্সা ইউনিভার্সিটি দাতু মোহাম্মদ সারুন বিনতে হাজি হানিফা, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রতিনিধি, ইউসিএসআই, আইআইইউএম, ইউনিভার্সিটি মালয়া, লিংকন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সাংবাদিকরা।