জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে মালয়েশিয়া যুবলীগের প্রতিবাদ সভা
বঙ্গবন্ধুর নাতি এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের অহংকার। তাঁর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতি মেনে নেবে না। গত রোববার বাংলাদেশ যুবলীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কুৎসা রটানো ও গুপ্তহত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন মালয়েশিয়া সফররত যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
জহিরুল ইসলাম জহির ও মাসুদুল আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজকীর আহমেদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর পরিবারের বিভিন্ন সদস্যের নামে যেভাবে কুৎসা রটানো হয়েছিল, ঠিক একইভাবে জয়ের বিরুদ্ধেও স্বাধীনতাবিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।
মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, তথ্য ও প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সজীব ওয়াজেদ জয়।
মালয়েশিয়া যুবলীগের আরেক যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম আলমগীর হোসেন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হক জোসেফ, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, সামসুল ইসলাম, শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল শিকদার, নজরুল ইসলাম ও কবিরুজ্জামান জীবন।
মাওলানা নুরুল মোস্তফার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার আওয়ামী লীগ নেতা আবদুল করিম, যুবলীগের বিজন মজুমদার, রেজাউল হক লায়ন, সুভাষ চন্দ্র দেবনাথ, শরীফ আহম্মেদ রাজু, মাহবুবুর রহমান রুবেল, শওকত হোসেন চৌধুরী সৈকত, হাকিম ভুইয়া, ব্রাউন সোহেল, শেখ জহির, আবু বক্কর মাহমুদ, কামরুল, মিজান, সালাউদ্দিন টিটু, রাসেল খান, শিশির, আনিসুর রহমান, হারুন রশিদ প্রমুখ।