মালয়েশিয়ান সিনেমার শুটিংয়ে বারাক ওবামা!
মালয়েশিয়ার কুয়ালালামপুরে চায়না টাউন কেনাকাটার জন্য প্রবাসীদের পছন্দের জায়গা। চায়না টাউন অনেকটা ঢাকার গুলিস্তানের মতো। সব সময় লোকে লোকারণ্য থাকে। গতকাল বুধবার প্রবাসীরা এখানে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখতে পান। তিনি একটি মালয়েশিয়ান সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। তাঁকে একনজর দেখার জন্য ভিড় জমে যায়। কিন্তু তিনি আসলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নন, তাঁর মতো দেখতে এক ইন্দোনেশিয়ার নাগরিক।
চোখ, নাক, মুখ, চুল, শরীরের গঠন সবকিছুই পৃথিবীর শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে হুবুহু মিল রয়েছে ইলহাম আনাসের। তাঁকে হঠাৎ দেখলে বারাক ওবামাই মনে করবে সবাই। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নকল ওবামা হিসেবে ইলহাম আনাস পরিচয় পেয়েছেন সারা বিশ্বে। নকল বারাক ওবামা এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন। যে দেশে, যে শহরে তিনি গেছেন তাঁকে দেখে সবাই চমকে উঠেছে। নকল বারাক ওবামা ইলহাম আনাসকে নিয়ে মিরর, টাইম পত্রিকাসহ বিশ্বখ্যাত অনেক পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে।
বর্তমানে ৪২ বছর বয়সী ইলহাম আনাস ইন্দোনেশিয়ার জাওয়া বারাত প্রদেশের বানডুং এ ২৫ জানুয়ারি ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন।