ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মালয়েশিয়াস্থ বাংলাদেশ প্রেসক্লাবের নেতাদের সাক্ষাৎ
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের নেতারা। গত বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল সলিলে ইলিয়াস কাঞ্চন ও প্রেসক্লাবের নেতাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়।
মালয়েশিয়ার ট্রাফিকব্যবস্থা নিয়ে কমিউনিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ইলিয়াস কাঞ্চনের আলোচনা হয়। নেতারা মালয়েশিয়ার ট্রাফিকব্যবস্থার নানা দিক ইলিয়াস কাঞ্চনের সামনে তুলে ধরেন এবং এসব বাংলাদেশে প্রয়োগের দাবি জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিতি ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক জাফর ফিরোজ, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সহসাধারণ সম্পাদক এশিয়া টিভি প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক মোহনা টিভি প্রতিনিধি শামসুজ্জামান নাঈম, প্রচার সম্পাদক মানবকণ্ঠ প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল শান্ত, কোষাধ্যক্ষ পূর্বপশ্চিম প্রতিনিধি কবি রফিক আহমেদ খান প্রমুখ।
ইলিয়াস কাঞ্চন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত ১৪ মে বাংলাদেশে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির দশম প্রতিনিধি সম্মেলন শেষ করে গত ১৫ মে তিনি মালয়েশিয়ার যান। জানা গেছে, সব ঠিকঠাক থাকলে আগামী ২০ মে তিনি দেশে ফিরে আসবেন।