মালয়েশিয়ায় মন্ত্রী, মেয়রসহ বারো সদস্যের প্রতিনিধিদল
সরকারি সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসে পৌঁছেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল কালাম আজাদসহ বারো সদস্যের একটি প্রতিনিধিদল।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বাংলাদেশ বিমানের একটি উড়ানে কেএলআইএ বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও মালয়েশিয়া আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধিদলের।
প্রতিনিধিদলের সঙ্গে সফরে আরো রয়েছেন তাজুল ইসলাম এমপি, আবদুল হাই এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. সাঈদ আনারুল ইসলাম, আফিল উদ্দিন, খলিলুর রহমান, মিজানুর রহমান, কল্লোল কুমার চক্রবর্তী ও রফিকুল ইসলাম।
বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানাতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম মুকুল, পলিটিক্যাল কাউন্সিলর রইস হাসান সরোয়ার উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, জসীম চৌধুরী, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, হাজি জাকারিয়া, মাহতাব খন্দকার, আবদুল করিম, এ কামাল চৌধুরী, সাইফুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, আবু হানিফ, মানসুর আল বাশার সোহেল, জহিরুল ইসলাম জহির, মাসুদুল ইসলাম রনি, রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, তারিকুজ্জামান মিতুল, লিটন সরকার বাবু, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, রাজীব আহমেদ, এস এম আবুল হোসেন, আনিস মোল্লা, তরিকুল ইসলাম তারিক, জাকির হোসেন, ইমন, রিপন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল শিকদার, রাসেল খান, তারেকুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহীন পাটোয়ারী, নির্ঝর, আরমান, অর্ক, আল আমিনসহ শতাধিক নেতাকর্মী।