মালয়েশিয়ার মালাক্কায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার মালাক্কা প্রদেশ বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে সেন্ট্রাল মালাক্কায় বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালাক্কায় বিএনপির প্রদেশ শাখা কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আজাদ উদ্দীন এবং সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. মাহতাব উদ্দিন।
সভায় বক্তারা বলেন, জাতির চরম দুঃসময়ে জিয়াউর রহমান দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং রাষ্ট্র গঠনে তাঁর অনন্য কৃতিত্বের কথা জাতি আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।
বক্তারা আরো বলেন, বর্তমানে দেশের এই চরম ও দুর্বিষহ দুঃসময়ে জিয়াউর রহমানের আদর্শের সঠিক বাস্তবায়নে এবং দেশ রক্ষায় দেশে-বিদেশে প্রতিটি সূর্যসৈনিককে তাঁর মতো রণাঙ্গনের বীর যোদ্ধার রূপ ধারণ করে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মালাক্কায় বিএনপির সহসভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দীন, মো. সাইদ খোরশেদ, মো. শফিকুল আলম, মো. সাদেকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।