বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি
তাবলিগ জামাতের দুই গ্রুপের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি ঢাকার পার্শ্ববর্তী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই গ্রুপের ইজতেমার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
উভয় গ্রুপের ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মুসল্লিরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হবে।